সৌদী ওহাবী সালাফীদের রুখে দিন ওহে বীর মুসলেমীন: ওহাবী-সালাফী কারা?:
‘মৌলবাদের বিশ্বায়ন’ =====>>
অষ্টাদশ শতাব্দীর ব্রিটিশ গোয়েন্দা হামফ্রে (হেমপার) আর বিংশ শতাব্দীর প্রথম দিকের ব্রিটিশ গোয়েন্দা লরেন্স এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেন বলে নানা রিপোর্টে বর্ণিত। লরেন্স পরবর্তীকালে সিনেমা ইত্যাদির মাধ্যমে ‘লরেন্স অব অ্যারাবিয়া’ বলে খ্যাতি অর্জন করে।’ অর্থাৎ হেমপারের মাধ্যমে প্রতিষ্ঠিত সউদী ওহাবী রাজত্ব সুন্নী তুর্কি সুলতানদের দ্বারা ধ্বংস হলে ইহুদী, মুশরিক, নাছারা চক্র বিংশ শতাব্দীর শুরুর দিকে লরেন্স নামক আরেক গোয়েন্দাকে দায়িত্ব দিয়ে পাঠায় যাতে ওহাবী রাজত্ব পুনরুদ্ধার হয়। মূলতঃ লরেন্সের গোয়েন্দা তৎপরতায় পুনরায় ওহাবী মৌলবাদী জঙ্গিরা সংঘটিত হয়ে প্রায় ছিয়াশি (৮৬) বৎসর পর ইবনে সউদ-এর পৌত্র আব্দুল আযীয ইবনে আব্দুর রহমান ওরফে আব্দুল আযীয ইবনে সউদ ১৯০১ সালে রিয়াদ এবং ১৯০৪ সালে তারা পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফ পুনঃদখল করে। অল্প সময়েই জিদ্দা হিজাজসহ গোটা আরব ওহাবী শাসনের আওতাভুক্ত করে। যা ওহাবী রাজতন্ত্রের জনক ইবনে সউদের নামানুসারে নামকৃত আজকের সউদী আরব। যেখানে ওহাবী মতবাদসহ ওহাবী রাজত্ব পুরুষানুক্রমে আজো চলছে।
No comments:
Post a Comment